,

গানটি গাওয়ার পর কেঁদেছিলেন সামিনা চৌধুরী

বিশেষ প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি

অক্টোবর ২৫, ২০২৩ ১২:১৩ অপরাহ্ণ

আশিকুজ্জামান টুলু, সামিনা চৌধুরী ও আসিফ ইকবাল
আশিকুজ্জামান টুলু, সামিনা চৌধুরী ও আসিফ ইকবাল।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় কানাডাপ্রবাসী সংগীতশিল্পী আশিকুজ্জামান টুলু। প্রায় নতুন এবং পুরোনো ছবি শেয়ার করেন। বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণা করেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীর একটি গান ফেসবুকে শেয়ার করেছেন। গানটি গল্প এবং নিজের অনুভূতি জানিয়েছেন।
ফেসবুকে আশিকুজ্জামান টুলু লিখেছেন, ‘যত দূর মনে পড়ে, যেদিন গানটা সামিনা এসে ভোকাল দিয়েছিল সাউন্ড গার্ডেন স্টুডিওতে। সম্ভবত গান টেক শেষ হওয়ার পর ও কেঁদেছিল। আসলে একজন প্রকৃত শিল্পী যখন শিল্পকর্মের সঙ্গে একেবারে মিশে যান, তখন নিজস্ব অস্তিত্ব কোথায় হারিয়ে যায় তা নিজেই বুঝতে পারে না। এটাই শিল্পের সঙ্গে একাত্মতা, এটাই আত্মাকে ছুঁয়ে যাওয়া বলে।’ স্মৃতিচারণার পাশাপাশি গানের কয়েকটি লাইন শেয়ার করে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন টুলু।

আরও পড়ুন