দেশের অন্যতম রিয়েলিটি শো ‘চ্যানেল আই সেরা কণ্ঠ-২০২৩’–এর চূড়ান্ত পর্বে উঠেছেন ১৩ প্রতিযোগী। এর মধ্য থেকে বাছাই করা হবে সেরা তিনজনকে। পরবর্তী সময় এই প্রতিযোগীদের নিয়ে শুরু হবে চূড়ান্ত আসর। এবারের আসরে দেশ-বিদেশের ৩৫ হাজার প্রতিযোগী অংশ নেন।
এবারের আসরে বিশেষ বিচারক হিসেবে রয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। এ ছাড়া প্রধান দুই বিচারকের মধ্যে রয়েছেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও সংগীতশিল্পী সামিনা চৌধুরী। দর্শকদের ভোটে ও বিচারকদের রায়ে চূড়ান্ত পর্বে যাচ্ছেন সিফাত, টুশি, আলাউদ্দিন, মাইশা, রনি, আরাফাত, মহারাজা, সামির, রিফাত, শুভ, জারিন, অর্চি ও পিজু।
এবার চ্যানেল আই সেরা কণ্ঠ–২০২৩–এর চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন শিতাব তাহমিদ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ছাত্র। গানকে ধ্যানজ্ঞান করেই তিনি পথ চলতে চান। শিতাব বলেন, ‘খুবই আনন্দিত সেরা কণ্ঠের চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছি। এখন ভালো ও দুশ্চিন্তা দুটোই রয়েছে। আমি পারফরম্যান্স নিয়ে আশাবাদী। আমি পণ্ডিত অনিল কুমার সাহা, পণ্ডিত অসিত দে, ওস্তাদ রেজোয়ান লাভলু প্রমুখের কাছ থেকে সংগীতের তালিম নিয়েছি। পাশাপাশি দেশের প্রখ্যাত নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা ম্যাম আমাকে সংগীতে সার্বিক সহায়তা করেছেন। ভবিষ্যতে গান নিয়েই আমি থাকতে চাই। সবার সহযোগিতা ও দোয়া চাই।’
আরেক প্রতিযোগী এম আলাউদ্দিন। তিনি শৈশব থেকেই সংগীতের প্রতি আসক্ত ছিলেন। তিনি গান করার অনুপ্রেরণা পেয়েছেন রুনা লায়লার গাওয়া বাংলা গান, মঞ্চের গান, হিন্দি ও উর্দু গান শুনে। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘শৈশবে প্রথম অডিও ক্যাসেটে রুনা লায়লার গান শোনেন। তখন থেকেই আমি গানের চর্চা করতাম। তখনই গানের প্রতি ভালোবাসা তৈরি হয়। আমি বাছাইপর্বে সবার ভালোবাসায় এত দূর আসতে পেরেছি। সবার কাছে দোয়া চাই যেন আমি ভালো কিছু করতে পারি।’ আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এ আয়োজনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।