,

চূড়ান্ত পর্বে ১৩ জন, কবে ‘সেরা কণ্ঠ’ সমাপনী আসর

বিশেষ প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি

অক্টোবর ২৫, ২০২৩ ১২:২০ অপরাহ্ণ

বিচারক ও প্রকল্প প্রধানের সঙ্গে প্রতিযোগিরা। ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে
বিচারক ও প্রকল্প প্রধানের সঙ্গে প্রতিযোগিরা। ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে

দেশের অন্যতম রিয়েলিটি শো ‘চ্যানেল আই সেরা কণ্ঠ-২০২৩’–এর চূড়ান্ত পর্বে উঠেছেন ১৩ প্রতিযোগী। এর মধ্য থেকে বাছাই করা হবে সেরা তিনজনকে। পরবর্তী সময় এই প্রতিযোগীদের নিয়ে শুরু হবে চূড়ান্ত আসর। এবারের আসরে দেশ-বিদেশের ৩৫ হাজার প্রতিযোগী অংশ নেন।

এবারের আসরে বিশেষ বিচারক হিসেবে রয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। এ ছাড়া প্রধান দুই বিচারকের মধ্যে রয়েছেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও সংগীতশিল্পী সামিনা চৌধুরী। দর্শকদের ভোটে ও বিচারকদের রায়ে চূড়ান্ত পর্বে যাচ্ছেন সিফাত, টুশি, আলাউদ্দিন, মাইশা, রনি, আরাফাত, মহারাজা, সামির, রিফাত, শুভ, জারিন, অর্চি ও পিজু।

আরও পড়ুন