২৩শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৮

, ,

মালয়েশিয়াস্থ হাইকমিশনের নতুন রাষ্ট্রদূতকে বিডি প্রেসক্লাবের সভাপতির শুভেচ্ছা

বিশেষ প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২৩ ৭:৪২ পূর্বাহ্ণ

মালয়েশিয়াস্থ হাইকমিশনের নতুন রাষ্ট্রদূতকে বিডি প্রেসক্লাবের সভাপতি মনির বিন আমজাদ শুভেচ্ছা জানিয়েছেন।

মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পেশাদার কূটনীতিক মো. শামীম আহসান। শুক্রবার (২০ অক্টোবর) কুয়ালালামপুরে যোগদান করেন তিনি।

মালয়েশিয়ার নতুন হাইকমিশনার হিসেবে মো. শামীম আহসানের আগমনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া (বিপিসিএম) এর সভাপতি মনির বিন আমজাদ।

মো. শামীম আহসান এর আগে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। বিসিএস ১১তম ব্যাচের মাধ্যমে ১৯৯৩ সালের এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন তিনি। পরে ২০১৪ সালের এপ্রিলে নিউইয়র্কের কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার আগে ওয়াশিংটন ডিসি, রোম, নাইরোবি, দোহা ও কুয়েতসহ বিভিন্ন শহরে বাংলাদেশের মিশনের দায়িত্ব পালন করেছেন তিনি। শামীম আহসান ১৯৬৬ সালে ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

আরও পড়ুন

Scroll to Top