,

আলু আমদানির উদ্যোগ নিয়েছে সরকার

বিশেষ প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি

অক্টোবর ৩০, ২০২৩ ১:৪০ অপরাহ্ণ

আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার

বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে আনতে আলু আমদানিতে ছাড় দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে আলুর চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণ আলু উৎপাদন না হওয়ায় বাজারে দাম বেড়েছে। এ পরিস্থিতিতে বাজারে আলুর সরবরাহ বৃদ্ধি ও দাম স্থিতিশীল রাখতে আমদানিতে ছাড় দেওয়া হয়েছে।

আগ্রহী আমদানিকারকদের বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে। আবেদনপত্রের সঙ্গে আমদানির জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আবেদনপত্র গ্রহণের পর আমদানিকারকদেরকে আমদানি অনুমতি দেওয়া হবে। আমদানিতে ছাড় দেওয়ার ফলে বাজারে আলুর সরবরাহ বাড়বে এবং দাম কমবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন