ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন গুরুত্বপূর্ণ ফটকে তালা লাগিয়েছে ছাত্রদল। ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনিসুর রহমান খন্দকার অনিকের নেতৃত্বে রোববার (৫ নভেম্বর) সকালে কার্জন হল, শারীরিক শিক্ষাকেন্দ্র ও সায়েন্স লাইব্রেরির প্রধান ফটকে তালা দেওয়া হয়। এসব ফটকে ব্যানারও সাঁটানো হয়েছে। ব্যানারে লেখা রয়েছে, ‘রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’, ‘এক দফা দাবিতে সর্বাত্মক অবরোধ চলছে’।
এ বিষয়ে আনিসুর রহমান খন্দকার অনিক কালবেলাকে বলেন, ‘অবরোধের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা আমার নেতৃত্বে ব্যানার সাঁটিয়েছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ কটকে তালা মেরে দেওয়া হয়েছে।’