,

‘চাকরি ছেড়ে বিদেশে যাচ্ছেন ৪৫ পুলিশ সদস্য’

বিশেষ প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি

সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১১:৩৮ অপরাহ্ণ

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. ময়নুল হাসান বলেছেন, “ঢাকা মহানগরের ৪৫ পুলিশ সদস্য এখনো অনুপস্থিত আছেন। তারা কেউ চাকরি করবে না, বিদেশ চলে যাবে বলে জানিয়েছেন।”

রবিবার (১৫ সেপ্টেম্বর) ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্যরা ডিএমপি কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন।

সরকার পতনের পর বিভিন্ন থানায় গণহারে মামলা দায়ের এবং গ্রেপ্তার নিয়ে পুলিশ কমশিনারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এজাহারে নাম থাকলেই গ্রেপ্তার হবে বিষয়টি এমন নয়। কোনো বাধ্যবাধকতাও নেই। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

হত্যাকাণ্ডের শিকার পুলিশ সদস্যদের মধ্যে অনেকের পরিবারই মামলা করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কমিশনার বলেন, “এসব অনেক ঘটনা, এগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। সুপারভাইজিং টিম কাজ করছে। সব হবে। ক্রিমিনাল ইভেন্ট কখনো তামাদি হয় না। থানা লুট, পুলিশ হত্যার ঘটনায়ও পর্যায়ক্রমে মামলা হবে।”

পুলিশ সদস্যদের মনোবল ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকার গঠনের পর মাস পেরিয়ে গেলেও এখনো পুলিশের মধ্যে “আস্থার সংকট চলছে” বলে মন্তব্য করে তিনি বলেন, “সংকট দূর করতে পুলিশ সদস্যরা কাজ করছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত থানা, ফাঁড়ি যাচ্ছেন সদস্যদের বোঝাচ্ছেন।

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের চেকপোস্ট কাজ শুরু করেছে জানিয়ে কমিশনার বলেছেন, “ধীরে ধীরে চেকপোস্টগুলোর কাজের পরিধি বাড়বে।”

আরও পড়ুন