“নরেন্দ্র মোদি অসাধারণ”

বিশেষ প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি

সেপ্টেম্বর ১৮, ২০২৪ ১:৩৩ অপরাহ্ণ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট, আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে ভারত অন্যায় সুবিধা নিচ্ছে। তবে নরেন্দ্র মোদি অসাধারণ। মঙ্গলবার মিশিগানে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প এসব কথা বলেন। খবর- এএফপি

আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন জানিয়ে তিনি বলেন, মোদি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে আসছেন। তখন তার সঙ্গে বৈঠক হবে।

২১ সেপ্টেম্বর কোয়াড জোটের নেতাদের শীর্ষ বৈঠকের আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই বৈঠকে নরেন্দ্র মোদির পাশাপাশি অস্ট্রেলিয়া ও জাপানের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।

নরেন্দ্র মোদি ২০১৯ সালে যখন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন সেই সময় ট্রাম্প টেক্সাসে তার জন্য বিশেষ ইভেন্টের আয়োজন করেছিলেন। একইভাবে ২০২০ সালে ট্রাম্পের ভারত সফরের সময় মোদি আহমেদাবাদে ‘নমস্তে ট্রাম্প’ নামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন।

আরও পড়ুন