,

বিমানবন্দরে বিএনপি-আ. লীগের পাল্টাপাল্টি কর্মসূচি

বিশেষ প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি

সেপ্টেম্বর ২৪, ২০২৪ ২:০৭ অপরাহ্ণ

বিমানবন্দরে বিক্ষোভ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে বিমানবন্দরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সোমবার সন্ধ্যা থেকেই যুক্তরাষ্ট্র বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দরের বাইরে জড়ো হয়ে অধ্যাপক ইউনূসকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন। একই সময়ে, বিমানবন্দরের আরেক পাশে অবস্থান নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা, যারা বিক্ষোভের মাধ্যমে প্রধান উপদেষ্টার আগমনের প্রতিবাদ জানান।

প্রসঙ্গত, বিমানবন্দরে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডিএম সালাউদ্দিন অধ্যাপক ইউনূসকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। সেখান থেকে মোটর শোভাযাত্রা সহকারে তাকে ম্যানহাটনের অভিজাত একটি হোটেলে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন