,

‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে যুবক নিহত

বিশেষ প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি

সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১২:৪০ পূর্বাহ্ণ

রাজধানীর নিকুঞ্জ এলাকায় ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে মুনতাকিম আলিফ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দিবাগত রাতে খিলক্ষেত থানা পুলিশ সত্যতা নিশ্চিত করেছে।

আলিফ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। স্নাতক শেষ করার আগেই তিনি নিকুঞ্জ এলাকায় একটি বেসরকারি কোম্পানিতে খণ্ডকালীন চাকরি শুরু করেছিলেন।

আলিফের বাড়ি ঠাকুরগাঁওয়ে। তার বাবার নাম জুলফিকার আলী। ঢাকায় তিনি কাওলা এলাকায় থাকতেন।

পুলিশ আরও জানায়, নাইট শিফটের কাজ শেষ করে আজ সকাল সাড়ে ৬টার দিকে আলিফ ও তার এক সহকর্মী অফিস থেকে বের হন। তারা নিকুঞ্জ-১ থেকে ফ্লাইওভারের কাছে যাওয়ার পর ছিনতাইকারীর কবলে পড়েন। আলিফের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা আলিফের বুকে ছুরিকাঘাত করে। তাকে উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়ার হলে সেখানে তার মৃত্যু হয়।

এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এখনো হাতে পাওয়া যায়নি। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, জানায় পুলিশ।

আরও পড়ুন