,

কুষ্টিয়ার সাবেক এমপি রউফ গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি

অক্টোবর ২, ২০২৪ ১:০৭ পূর্বাহ্ণ

সাবেক সংসদ সদস্য আবদুর রউফ

কুষ্টিয়া–৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রউফকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর মিরপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

দ্বাদশ জাতীয় নির্বাচনে কুষ্টিয়া–৪ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করে এমপি হয়েছিলেন আবদুর রউফ। দশম জাতীয় সংসদে তিনি একই আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবদুর রউফকে মনোনয়ন দেয়নি। এমপি হওয়ার আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চেয়ারম্যান ছিলেন তিনি।

বিএনপি কর্মীকে হত্যার অভিযোগে কুষ্টিয়া মডেল থানায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। এই মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফকেও আসামি করা হয়েছে।

আরও পড়ুন