বাউফলে বিয়ের দাবিতে প্রেমিক সাইফুল মোল্লার বাড়িতে অনশন করেছেন এক তরুণী। শুক্রবার রাতে অনশন শুরু করে ওই তরুণী। সাইফুল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের আহম্মেদ মোল্লার ছেলে।
ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি। ওই তরুণী জানান, সাইফুল মোল্লার সঙ্গে দীর্ঘদিন তার প্রেমের সম্পর্ক। বিষয়টা জানাজানি হলে তার মামা তাকে মারধর করে। পরে সাইফুল তাকে কিছু টাকা ম্যানেজ করতে বলে পালিয়ে বিয়ের আশ্বাস দেয়।
পরে ওই তরুণী তার মায়ের গহনা সাইফুলকে এনে দেয়। পরে পালানোর সময় মামার হাতে ধরা পড়েন। এ সময় পরিবার ঘরে উঠতে দিতে অস্বীকৃতি জানালে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন তিনি। তবে এর আগেই সাইফুল ও তার পরিবার আত্মগোপনে যায়।
ওসি কামাল হোসেন বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।