,

সাকিবকে ছোঁয়া কোহলির ইনিংসটি ‘ভারত চিরকাল মনে রাখবে’

বিশেষ প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৩ ১০:৫৩ পূর্বাহ্ণ

বিরাট কোহলি। গতকালও ভারতের জয়ে খেলেছেন দারুণ এক ইনিংসছবি: এএফপি
বিরাট কোহলি। গতকালও ভারতের জয়ে খেলেছেন দারুণ এক ইনিংসছবি: এএফপি

দিল্লি ক্যাপিটালসের ‘এক্স’ হ্যান্ডল থেকে ছবিটি পোস্ট করা হয়েছে। ক্রিজে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আঙুল উঁচিয়ে কিছু একটা দেখাচ্ছেন কোহলি। জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠেছে একটি লেখা, ‘ম্যায় হুঁ না ইন্ডিয়া’—অর্থাৎ, (ভেবো না) ভারত, আমি তো আছি! ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারত এই ৯৫ চিরকাল মনে রাখবে।’

আরও পড়ুন