২৪শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৮

, ,

খুঁজছিলেন ঝিনুক, পেলেন ১২৮ বছর আগের জাহাজ

বিশেষ প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৩ ১০:৫৯ পূর্বাহ্ণ

১২৮ বছর আগে ডুবে যাওয়া সেই জাহাজ
১২৮ বছর আগে ডুবে যাওয়া সেই জাহাজ। ছবি: ভিডিও থেকে

যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে পাশাপাশি রয়েছে পাঁচটি হ্রদ। হ্রদগুলো ‘গ্রেট লেকস’ নামে পরিচিত। এসব হ্রদে আছে আগ্রাসী প্রজাতির একটি ঝিনুক। এই ঝিনুক নিয়ে তথ্যচিত্র নির্মাণ করছেন দুই চলচ্চিত্র নির্মাতা। তাঁরা তথ্যচিত্র নির্মাণ করতে গিয়ে হ্রদের তলদেশে খুঁজে পেয়েছেন একটি জাহাজ।

দুই চলচ্চিত্র নির্মাতা হলেন ইভন ড্রেভার্ট ও জ্যাক মেলনিক। তাঁরা পাঁচটি হ্রদের একটি হুরনে আগ্রাসী কোয়াগা ঝিনুকের চিত্রধারণ করছিলেন। এ জন্য হ্রদের গভীরে পাঠিয়েছিলেন পানিতে চিত্রধারণ করতে পারে এমন ড্রোন। ড্রোনটির মাধ্যমে হ্রদের তলদেশে একটি জাহাজ দেখতে পান।

আরও পড়ুন

Scroll to Top