সুদ ৯–৬ শতাংশ না হলে ব্যাংক খাত খুঁজে পাওয়া যেত না: অর্থমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৩ ১১:০৭ পূর্বাহ্ণ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফাইল ছবি
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফাইল ছবি

ব্যাংক খাতের সুদের হার ৯-৬ শতাংশ বেঁধে দেওয়া না হলে ব্যাংক খাত খুঁজে পাওয়া যেত না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সর্বজনীন পেনশন স্কিমে জমা পড়া চাঁদার টাকা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পরের মাসে, অর্থাৎ ২০২০ সালের এপ্রিলে ব্যাংক ঋণের সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশ এবং আমানতের সুদের হার ৬ শতাংশ নির্ধারণ করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন