,

পেনশনের অর্থ যাচ্ছে ট্রেজারি বন্ডে, বিনিয়োগ হয়েছে ১১ কোটি টাকার বেশি

বিশেষ প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৩ ১১:১০ পূর্বাহ্ণ

বিনিয়োগ হয়েছে ১১ কোটি টাকার বেশি

সর্বজনীন পেনশন তহবিলের অর্থ ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডে বিনিয়োগ হচ্ছে। ট্রেজারি বন্ডে বিনিয়োগ করার উদ্দেশ্য হচ্ছে এ উৎস নিরাপদ ও কম ঝুঁকিপূর্ণ। মোট জমা পড়া অর্থ থেকে প্রাথমিকভাবে ১১ কোটি ৩১ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে এ বন্ডে। আজ রোববার এ বন্ডের বিপরীতে সুদহার ছিল ১০ দশমিক ৫ শতাংশ।

এ তথ্য জানিয়ে সচিবালয়ে আজ পেনশন তহবিলের অর্থ ট্রেজারি বন্ডে বিনিয়োগ করার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব কবিরুল ইজদানী খান, জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য ও অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা প্রমুখ।

আরও পড়ুন