২৩শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৪

বিশ্বকাপে আক্রমণাত্মক শট খেলায় তলানিতে পাকিস্তান, বাংলাদেশ কত নম্বরে

বিশেষ প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৩ ১১:১২ পূর্বাহ্ণ

বিশ্বকাপে পাকিস্তানের ব্যাটসম্যানরা সবচেয়ে কম আক্রমণাত্মক শট খেলেছেন।
বিশ্বকাপে পাকিস্তানের ব্যাটসম্যানরা সবচেয়ে কম আক্রমণাত্মক শট খেলেছেন।

বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বাজেভাবে হারের পর থেকেই আলোচনায় পাকিস্তানের ব্যাটিং। গত শুক্রবার অস্ট্রেলিয়ার কাছেও হারের পর আলোচনাটা আরও ডালপালা মেলেছে। বেঙ্গালুরুর অপেক্ষাকৃত ছোট বাউন্ডারিতে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ মিলেই যেখানে ১৮টি ছক্কা মেরেছেন, সেখানে পাকিস্তানের পুরো ইনিংসে ছক্কা ছিল মাত্র ৬টি।

এর চেয়েও বড় আলোচনার বিষয় প্রথম পাওয়ারপ্লেতে (১ থেকে ১০ ওভার) পাকিস্তানের ছক্কা–খরা। বিশ্বকাপে দূরে থাক, ওয়ানডেতে এ বছরই প্রথম ১০ ওভারে কোনো ছক্কা মারতে পারেনি পাকিস্তান। বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে কম ছক্কা (১৫টি) মারা দলও তারা।

আরও পড়ুন

Scroll to Top